বুধবারের মধ্যে বগুড়ার সমস্ত খুচরা বাজারে নিত্যপণ্যের মূল্যতালিকা টানানোর নির্দেশ দিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক। মঙ্গলবার বগুড়া শহরের বেশ কিছু বাজার পর্যবেক্ষণের সময় তিনি ব্যবসায়ীদের এই নির্দেশনা দেন।
মঙ্গলবার বিকেলে বগুড়া শহরের ফতেহ আলী বাজার পরিদর্শনে যান জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকী। এ সময় তিনি নিত্যপণ্যের বাজারসহ মাছ-মাংসের বাজার পরিদর্শন করেন। কোনো দোকানেই পণ্যমূল্যের তালিকা না থাকায় তিনি বুধবারের মধ্যে তালিকা টানানোর নির্দেশ দেন ব্যবসায়ীদের।
পরে জেলা প্রশাসক রাজা বাজার, বড়গোলা ও ঝাউতলা এলাকার বেশ কিছু নিত্যপণ্যের বাজার পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে পৌরসভার মেয়র একেএম মাহবুবর রহমান, কৃষি কর্মকর্তা প্রতুল চন্দ্র সরকারসহ বাজার কর্মকর্তা ও স্যানিটারি কর্মকর্তারা বাজার পরিদর্শন করেন।
জেলা প্রশাসক জানান, বৃহস্পতিবার থেকে মূল্যতালিকা টানানো যাচাই ও ভেজাল প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত কাজ করবে।
Leave a reply