চীনের দক্ষিণাঞ্চলে বিপৎসীমার ওপর দিয়ে বইছে ১১৩টি নদীর পানি। এতে সাময়িকভাবে বিপর্যস্ত হলেও রেড অ্যালার্ট বহাল আছে দেশটির তিন প্রদেশে।
চীনেরর দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়ংকর রূপ ধারণ করেছে পার্ল নদীর অববাহিকা। পানির উচ্চতা ভেঙ্গেছে অতীতের সব রেকর্ড। আর চলমান বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত গুয়াংডং প্রদেশ। প্রদেশটির প্রায় পাঁচ লাখ মানুষ হয়ে পড়েছেন পানিবন্দি। তলিয়ে গেছে ৬৭ একর ফসলী জমি, ক্ষতিগ্রস্ত ১৮শ’র মতো ঘরবাড়ি ও স্থাপনা।
এদিকে, জিয়াংজি প্রদেশের নয়টি জেলা ব্যাপক ক্ষতির শিকার হয়েছে বন্যায়। ভোগান্তিতে রয়েছেন ৪ লাখ ৮৫ হাজার মানুষ। এর প্রতিবেশী গুয়াংজি প্রদেশ থেকে উদ্ধার করা হয় বন্যা দুর্গত আড়াই লাখ বাসিন্দাকে। তলিয়ে গেছে অন্তত তিন হাজার’ ঘরবাড়ি ও স্থাপনা।
/এসএইচ
Leave a reply