অপেক্ষার প্রহর প্রায় শেষ, শনিবার (২৫ জুন) দেশের বৃহত্তম প্রকল্প পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
তুমুল ব্যস্ততা দুই প্রান্তে, রঙ-বেরঙয়ের ব্যানার ফেস্টুনে ভরে গেছে এক্সপ্রেসওয়ে থেকে সেতু এলাকা পর্যন্ত প্রায় সর্বত্র। জানা গেছে, শনিবার সকাল ১০টায় মাওয়া প্রান্তে সুধী সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে পদ্মা সেতুর ফলক উন্মোচনের পর টোল দিয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে জাজিরা প্রান্তে যাবেন প্রধানমন্ত্রী। সেখানেও পদ্মা সেতুর নাম ফলক উন্মোচন করবেন তিনি। পরে মাদারীপুরের কাঁঠালবাড়ির জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।
সকল আয়োজন ঘিরে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। নিয়মিত টহল ও নজরদারি করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর উচ্ছ্বাস নিয়ে সাধারণ মানুষ গুণছেন উদ্বোধনের ক্ষণ।
এরইমধ্যে সেতুর মূল ঠিকাদার চায়না মেজর ব্রিজ কোম্পানি সেতু কর্তৃপক্ষের কাছে সেতুটি বুঝিয়ে দিয়েছে। ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬ দশমিক ১৫ কিলোমিটারের পদ্মা সেতু জনসাধারণের চলাচলের জন্য খুলে দেয়া হবে বোররার সকাল ৬টায়।
/এসএইচ
Leave a reply