র্যাবের অভিযানে রাজধানীর বনানী এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে চুরি ও ছিনতাইকৃত অবৈধ মোবাইল কারবারি চক্রের মূলহোতাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র্যাব-৩। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ দেশি-বিদেশি মোবাইলফোন, ট্যাব এবং নগদ টাকা উদ্ধার করা হয়।
শুক্রবার (২৪ জুন) সকালে কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, ছিনতাই ও চোরাই মোবাইল ফোন অল্প দামে কিনে মোবাইলের IMEI নম্বর পরিবর্তন করে সুযোগ বুঝে বেশি দামে বিক্রি করে থাকে আসামিরা। গ্রেফতার ৭ জনের প্রত্যেকেই মোবাইল ফোন ছিনতাই ও চোর চক্রের সাথে যোগসাজশে চোরাই ও ছিনতাইকৃত মোবাইলের অবৈধ ব্যবসা করে আসছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা গেছে, রাজধানীর বিভিন্ন স্থানে এমন ৫০টি চক্র চোরাই মোবাইল কেনাবেচা করে থাকে। ছিনতাইকারীদের প্রধান টার্গেট পথচারীদের মোবাইল। এসব মোবাইল স্বল্পদামে চোরাই মোবাইল কারবারীদের কাছে বিক্রি করা হয়। এরপর ফোনগুলোর IMEI নম্বর পরিবর্তন করে বিভিন্ন চক্রের যোগসাজশে বিভিন্ন মার্কেটের সামনে ভাসমান দোকানে গোপনে বিক্রি করা হয়ে থাকে। আর এসব চোরাই মোবাইলের মূল ক্রেতা মূলত স্বল্প আয়ের শ্রমজীবি মানুষ।
/এসএইচ
Leave a reply