বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লা ও নড়াইলের দুটি মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদনের ওপর শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করা হয়েছে।
দুপুর দুইটার দিকে বিচারপতি এ বি এম আসাদুজ্জামান ও জেবিএম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে দ্বিতীয় দিনের মতো শুনানি শুরু হয়। দুই মামলায় শুনানি করেন বিএনপি চেয়ারপারসনের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, মামলাগুলো নিম্ন আদালতে পেন্ডিং। এই অবস্থায় তারা হাইকোর্ট এসেছেন। এখান থেকে উদাহরণ নিয়ে অন্যরাও উচ্চ আদালতে আসবে বলে মন্তব্য করেন তিনি।
গত রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় কুমিল্লার দুটি নাশকতার মামলা ও নড়াইলের মানহানির একটি মামলায় জামিনের আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা।
Leave a reply