আদালতেই সন্তানের হত্যাকারীকে বাবার আক্রমণ

|

আদালত কক্ষেই সন্তানের হত্যার দায়ে অভিযুক্তের ওপর হামলা চালালেন এক বাবা। আকস্মিক এ ঘটনার সাক্ষী হলো মার্কিন রাজ্য ওহাইয়ো। খবর এবিসি নিউজের।

শুনানি চলাকালে অভিযুক্ত ড্যাসেন ব্রাউনের ওপর ঝাঁপিয়ে পড়েন, মামলার বাদী অ্যান্টোনিও হজেস। এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন অভিযুক্ত ড্যাসেনের মাথা আর ঘাড়ে। মুহূর্তেই, আদালত কক্ষে উপস্থিত নিরাপত্তারক্ষীরা তাকে সরিয়ে নেয়। মাটিতে চেপে ধরে করেন ক্ষোভ নিয়ন্ত্রণ।

প্রসঙ্গত, ২০২০ সালে এক কৃষ্ণাঙ্গ নারীকে ছুরিকাঘাতে হত্যার পর তার তিনবছর বয়সী সন্তানকে ওহাইয়ো নদীতে ছুঁড়ে ফেলে ব্রাউন। তখনো জীবিত ছিলো ওই শিশু।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply