ঝিনাইদহ প্রতিনিধি:
ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ঝিনাইদহ সীমান্তে ১২ জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তবর্তী লেবুতলা গ্রামের মাঠ থেকে শুক্রবার (২৪ জুন) সকালে তাদের আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম খান জানান।
আটকদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। তাদের বাড়ি ঢাকা, পিরোজপুর, ঠাকুরগাঁও, যশোর ও মাদারীপুর জেলার বিভিন্ন স্থানে।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম খান জানান, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে বলে গোপনে খবর পাই আমরা। এর ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে বিজিবি। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আটকদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
এসজেড/
Leave a reply