জামুকাকে রাজাকারের তালিকা করার দায়িত্ব দেয়ায় মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ

|

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলকে (জামুকা) রাজাকারের তালিকা প্রণয়নের দায়িত্ব দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বীর মুক্তিযোদ্ধারা।

আজ শুক্রবার (২৪ জুন) বিকেলে শাহবাগে জাদুঘরের সামনে মানববন্ধন করেন তারা। সমাবেশ বক্তারা বলেন, জামুকা এখন পর্যন্ত যথাযথভাবে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করতে পারেনি। যতটুকু করেছে, তা নিয়েও আছে বিতর্ক। সেখানে রাজাকার, আলবদর, আলশামস বাহিনীসহ স্বাধীনতা বিরোধীদের তালিকা তৈরিতে তারা সক্ষম কিনা, সে নিয়ে প্রশ্ন আছে।

মানববন্ধনে উপস্থিত মুক্তিযোদ্ধারা বলেন, জামুকাকে রাজাকারদের তালিকা তৈরির ক্ষমতা দেয়া হলে বীর মুক্তিযোদ্ধাদের তালিকাও শেষ হবে না, রাজাকারের তালিকাও হবে না।

আরও পড়ুন: পদ্মা সেতু: দুর্নীতি না করেই গ্রেফতার-বরখাস্ত, সাবেক সেতু সচিব বললেন সেই অভিজ্ঞতা

প্রসঙ্গত, সরকার ২০০২ সালের পুরোনো আইন রহিত করে নতুন জামুকা আইন করে। সেখানে সংস্থাটিকে রাজকারদের তালিকা প্রণয়ণের দায়িত্ব দেয়। গত ১৭ জানুয়ারি মন্ত্রিসভায় নতুন জামুকা আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়। যার খসড়া ৫ জুন পার্লামেন্টে উত্থাপন করা হয় ও পরবর্তীতে বিলটি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির কাছে পাঠানো হয়। সেই কমিটি গত রোববার তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply