পানিবন্দি অবস্থায় এক সপ্তাহ, কয়েকটি আশ্রয়কেন্দ্রে এখনও ত্রাণ না পাওয়ার অভিযোগ

|

ছবি: সংগৃহীত

পানিবন্দি অবস্থায় এক সপ্তাহ পার হলেও, ত্রাণ সহায়তা মেলেনি, এমন অভিযোগ করেছেন কিশোরগঞ্জের কয়েকটি আশ্রয়কেন্দ্রে থাকা দুর্গতরা। বিশুদ্ধ পানির সঙ্কট তো আছেই, জুটছে না খাবারও। খেয়ে না খেয়ে কোনোমতে দিন পার করছেন অনেকে। সরকারিভাবেও কোনো সহায়তা না পাওয়ায় পরিবার নিয়ে বিপাকে তারা। তবে, অভিযোগ নাকচ করছেন জেলা প্রশাসক।

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর অতিবৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে কিশোরগঞ্জের ৮ উপজেলার অসংখ্য বসতঘর আর ফসলী জমি। দুর্যোগকাল আর বন্যা পরবর্তী সময় কিভাবে পাড়ি দেবেন এ নিয়ে দুশ্চিন্তায় এখন বানভাসীরা।

সরেজমিনে দেখা গেছে, জেলার ১৯১টি প্রাথমিক স্কুলে বন্ধ পাঠদান, সেখানে খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। এসব কেন্দ্রে যারা উঠেছেন তাদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে সহায়তার আশ্বাস মিলেছে কেবল, ভাগে জোটেনি কিছুই।

সরকারি হিসেবে, বর্তমানে কিশোরগঞ্জের ৩৩২টি আশ্রয়কেন্দ্রে প্রায় ৫ হাজার বানভাসী মানুষ অবস্থান করছেন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply