‘রোহিঙ্গাদের ৫০০ মেট্রিক টন চাল দিয়েছে সরকার’

|

রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশ সরকার ৫০০ মেট্রিক টন চাল ত্রাণ হিসেবে দিয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এছাড়া  নগদ ৩০ লক্ষ টাকাও দেয়া হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, এখন পর্যন্ত বিদেশি ত্রাণ এসেছে ২৫০ মেট্রিক টন চাল ও ২০ মেট্রিক টন গম। ত্রাণ পাঠানো দেশের মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত ও মরক্কো।

এদিকে ত্রাণ সচিব বলেছেন, ত্রাণ সহায়তার ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থাগুলোর সমন্বয়ে কোন বাধা নেই। চাইলে তারা নিজেদের মধ্যে সমন্বয় করে কার্যক্রম চালাতে পারে।

গত তিন সপ্তাহের বেশি সময় বাংলাদেশ ৪ লাখ ২৪ হাজারের মতো রোহিঙ্গা প্রবেশ করেছে জানিয়ে ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এ পর্যন্ত বায়োমেট্রিক নিবন্ধন হয়েছে ৫ হাজার ৫৭৫ জনের।

/কিউএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply