উদ্বোধন হলো বহুল প্রতিক্ষিত পদ্মা সেতু। শনিবার (২৫ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল কাঙ্ক্ষিত এই সেতু উদ্বোধন করেন। আর এই দিনেই পদ্মা সেতু পার হলো ১০টি বাস।
সেতু উদ্বোধনের পর প্রথম যাত্রী হিসেবে ৭৫০ টাকা টোল দিয়ে পার হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী পার হওয়ার পর পরই সেতুতে মানুষের ঢল নামে। এ সময় অনেকে হেঁটে সেতুতে উঠে পড়েন এবং নিজেকে মুঠোফোনে ক্যামেরাবন্দি করেন।
এরপর সেতু পার হয় দশটি বাস। বাসগুলো ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে চলাচল করে।
প্রথম সেতু পারাপারের বিষয়ে গ্রিন লাইন পরিবহনের ব্যবস্থাপক রাকিবুল হক গণমাধ্যমকে বলেন, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে তাদের ১০টি বাস গেছে। এই বাসগুলো প্রথম পদ্মা সেতু পার হয়েছে। এসব বাসে বিভিন্ন মন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা গেছেন।
/এনএএস
Leave a reply