Site icon Jamuna Television

গোয়ালন্দে ট্রাক চাপায় নিহত ২, আহত ১

রাজবাড়ী প্রতি‌নিধি:

রাজবাড়ী গোয়াল‌ন্দের ঢাকা-খুলনা মহাসড়কের মকবু‌লের দোকান এলাকায় দ্রুত গতির একটি ট্রাক চাপায় মোটরসাই‌কেলের ২ আরোহী নিহত ও ১ জন আহত হয়েছে।

শনিবার (২৫ জুন) দিবাগত রাত সোয়া ১০টার দি‌কে নবুও‌ছিম‌দ্দিন প্রাথ‌মিক বিদ্যালয়ের সামনের মহাসড়‌কে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহত কারো পরিচয় শনাক্ত করা যায়নি।

‌গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোয়ালন্দ ঘাটগামী দ্রুত গতির এক‌টি ট্রাক বিপরীত দি‌কে থেকে আসা এক‌টি মোটরসাইকেলকে চাপা দেয়। এ‌তে ঘটনাস্থলে মোটরসাই‌কে‌লের ১ আরোহী নিহত হয়। আহত অবস্থায় অপর ২ জন‌কে হাসপাতালে নেয়া হলে আরও ১ জন মারা যায়। ঘাতক ট্রাকটি‌কে আটক করা হলেও কৌশলে পালিয়েছে চালক ও তার সহকারী।

এটিএম/

Exit mobile version