শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পিন্টু গ্রেফতার

|

১৯৯৪ সালে ঈশ্বরদী রেল স্টেশনে শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলা ও গুলিবর্ষণের মাধ্যমে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জাকারিয়া পিন্টুকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার রাতে কক্সবাজারের টেকনাফ থেকে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (২৬ জুন) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইনশৃঙ্খলা বাহিনীটির গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি জানিয়েছেন, ২০১৯ সালে এই মামলায় রায় ঘোষণার পর ভারতে চলে যায় পিন্টু। পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আবার দেশে ফিরে আসে। করোনার কারণে আটকা পড়ে পিন্টু। তার বিরুদ্ধে একাধিক মামলায় সাজা ও গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply