অবশেষে যুক্তরাষ্ট্রে আইনে পরিণত হলো ‘অস্ত্র নিয়ন্ত্রণ বিল’। শনিবার (২৫ জুন) বহুল প্রতীক্ষিত বিলটিতে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর ইউএসএ টুডের।
তিন দশকের মধ্যে প্রথমবার দেশটির অস্ত্র আইনে উল্লেখযোগ্য সংস্কার করা হলো। হোয়াইট হাউজে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘স্মরণীয় দিন’ হিসেবে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেন, তার প্রস্তাব অনুযায়ী সব পদক্ষেপ নেয়া সম্ভব হয়নি। তবে এই আইনের মধ্য দিয়ে রক্ষা পাবে অসংখ্য মানুষের জীবন। বৃহস্পতিবার সিনেটে ও শুক্রবার মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে পাস হয় বিলটি। ২১ বছরের কম বয়সীদের অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে গভীরভাবে অতীত খতিয়ে দেখার কথা বলা হয় বিলে।
জো বাইডেন বলেন, এটি একটি স্মরণীয় দিন। বিলটিতে হয়তো অনেক বিষয়ই অনুপস্থিত, যা আমি চেয়েছিলাম। এরপরও অনেক বিষয় আছে, জীবন বাঁচাতে যে পদক্ষেপগুলো দরকার ছিল।
/এমএন
Leave a reply