সন্তানদের সাথে রক্ষণশীল আচরণ না করার পরামর্শ দিলেন পোপ ফ্রান্সিস

|

বাবা-মায়েদের সন্তানদের প্রতি অতি রক্ষণশীল আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস।

শনিবার (২৫ জুন) সেন্ট পিটার্স স্কয়ারে সমবেত জনসাধারণের উদ্দেশে এ কথা বলেন তিনি। এদিন পরিবারের গুরুত্ব ও সন্তানদের সাথে বাবা-মায়ের সম্পর্ক নিয়ে আলোচনা করেন পোপ। ছেলে-মেয়ের প্রতি আস্থা অটুট রাখতে বাবা-মায়েদের দেন পরামর্শ। বলেন, এতে ভীতি দূর হয় এবং পারিবারিক বন্ধন আরও জোরালো হয়। একই সাথে উদাসীনতা এবং নৈতিক অবক্ষয়ের সংস্কৃতি থেকে পরিবারকে সুরক্ষিত রাখার আহ্বানও জানান পোপ।

খ্রিস্টানদের সর্বোচ্চ এ ধর্মীয় নেতা বলেন, ভালোবাসা শেখার প্রথম জায়গা হলো পরিবার। তাই পরিবার থেকে যেন শিশুর মনে স্বার্থপরতা বা অহংকারবোধের বীজ বপন না হয়। অনেকসময় বাবা মায়েরা ভয় পান যে, সমাজের জটিলতা এবং বিভ্রান্তিতে ছেলে-মেয়েরা পথভ্রষ্ট হবে। এমন ভয়ে তারা অনেকসময় অত্যাধিক রক্ষণশীল আচরণ করেন। কিন্তু এর পরিণতি মোটেই সুখকর হয় না। সন্তানের প্রতি আস্থা রাখুন, তাদেরকে ছাড়তে শিখুন। পরিবারের ভালোবাসার মাধ্যমেই তারা স্বাধীনতার শিক্ষা পায়।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply