ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেই চলেছে পশ্চিমারা। এবার রাশিয়ার ওপর স্বর্ণ রফতানিতে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্রসহ ৪টি জি-৭ দেশ। যুক্তরাষ্ট্র ছাড়া নিষেধাজ্ঞা আরোপ করা দেশগুলো হলো, ব্রিটেন, জাপান ও কানাডা। খবর এএফপির।
রোববার (২৬ জুন) এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এ নিষেধাজ্ঞার ফলে ভ্লাদিমির পুতিনের যুদ্ধ যজ্ঞের ওপর সরাসরি আঘাত হানা সম্ভব হবে।
২০২১ সালে রাশিয়া ১৫.৫ বিলিয়ন মার্কিন ডলারের স্বর্ণ রফতানি করে। যা দেশটির অর্থনীতিতে একটি উল্লেখযোগ্য পরিমাণ অবদান রাখে। পশ্চিমাদের কঠোর নিষেধাজ্ঞার কারণে এতোদিন রাশিয়ার ধনী ব্যক্তিরা নিষেধাজ্ঞা এড়াতে তাদের সম্পদ স্বর্ণে রূপান্তর করছিলেন।
এটিএম/
Leave a reply