বোলিংয়ে দ্বিতীয় সেশনটা ভালো করেছিল বাংলাদেশ। ১০.৩ ওভারে ২৮ রান দিয়ে ৩ উইকেট নিয়ে উইন্ডিজকে অলআউট করে। কাইল মায়ার্সের ১৪৬ রানে ভর করে ৪০৮ রান করে উইন্ডিজ। ১৭৪ রানের লিড সামনে রেখে খেলতে নামে বাংলাদেশ। কিন্তু কেমার রোচের তোপে ৮.৫ ওভার না যেতেই ৩২ রানে বাংলাদেশ হারিয়ে বসে তামিম-জয়-বিজয়কে।
জয় ১৩ রান করলেও তামিম-বিজয় ৪ রানের বেশি করতে পারেননি। আম্পায়ার্স কলের শিকার হয়ে বিজয় ফেরেন সাজঘরে। তার আউটের পরেই বৃষ্টি নামে। কয়েক মিনিট বৃষ্টির পর চা বিরতিতে যায় দুই দল। বাংলাদেশ এখনো পিছিয়ে আছে ১২৪ রানে। কেমার রোচের দুর্দান্ত বোলিংয়ে এখন বিপদে বাংলাদেশ।
এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ১৪.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫০। ১৬ রান নিয়ে ব্যাট করছেন নাজমুল হোসেন শান্ত আর লিটন দাস আছেন ১৪ রানে। এখনও ১২২ রান পিছিয়ে বাংলাদেশ।
ইউএইচ/
Leave a reply