বিশ্বে জনপ্রিয় হয়ে উঠছে মারমেইড উৎসব

|

বিশ্বে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে রহস্যময় মারমেইড বা মৎস্যকন্যা। যার শরীরের উপরিভাগ মানুষের আর নিচের দিক মাছের মতো লেজযুক্ত। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় রীতিমত আয়োজন করা হয়েছে এর সম্মেলনের। যেখানে নানা রঙে এই জলজপ্রাণীর বর্নিল সাজে অংশ নিচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের সৌখিন মানুষ। পিছিয়ে নেই পুরুষরাও। খবর এপি নিউজের।

মারমেইড বা মৎস্যকন্যা এখন আর রূপকথার গল্প নয়। যে কেউ চাইলেই হতে পারবেন জলপরি। রহস্যময় এই জলজপ্রাণীদের পুরুষ অবয়বের নাম মেরম্যান ও নারীদের বলা হয় মারমেইড। শুধু শখের বসেই নয় রীতিমত আয়োজন করে চলে সাঁতার খেলা। রয়েছে এর বিশ্ব চ্যাম্পিয়নশীপও। যেখানে অংশ নেন ছেলে-মেয়ে সব বয়সী মানুষ।

এ বিষয়ে উৎসবে অংশগ্রহণকারী একজন বলেন, ২০১৯ সালে আমি প্রথম এটি শরীরে লাগিয়েছিলাম। দারুণ অনুভূতি দেয় এটি। সেসময় হ্যালোইনের একটি প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলাম এবং পুরস্কার জিতেছিলাম।

আরেকজন অংশগ্রহণকারী বলেন, থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলাম সেখানে আমার বন্ধু এটি পরেছিলো। সেখান থেকেই আমার শখ হয়। এখন প্রতিনিয়ত আমিও মৎস্যকন্যার মতো সাজি। আমাদের একটা কমিউনিটি তৈরি হয়ে গেছে।

ক্যালিফোর্নিয়ার মারমেইড কনভেনশনের সহ-প্রতিষ্ঠাতা রাসেল স্মিথ বলেন, যারা পানিতে সাঁতার কাটতে পছন্দ করেন তাদের নিয়ে বড় একটি প্ল্যাটফর্ম গড়ে তোলার চেষ্টা করছি। এর মাধ্যমে বাচ্চাদের জলপথ নিয়ে গুরুত্বপূর্ণ অনেক কিছু শেখানো যাবে। যেসব মানুষ খুবই সৌখিন তারা এটি মিস করতে চাইবেন না কখনও।

মূলত, শরীরের লুবরিকেন্ট মেখে পরতে হয় রাবারের তৈরি বিশেষ পোশাক। এরপরই একজন নারী হয়ে ওঠে মৎস্যকন্যা। যা দিনকে দিন হয়ে উঠছে জনপ্রিয়। সৌখিন মানুষদের নিয়ে রীতিমত এর কমিউনিটি গড়ে উঠেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply