জোর করে সেতু পার হতে চাওয়া বাইকারদের সরিয়ে দেয়া হয়েছে

|

পদ্মা সেতু মোটরসাইকেলেপার হওয়ার জন্য বিক্ষোভ করেছেন বাইকাররা৷ বেশ কয়েকজন বাইকার জড়ো হয়ে জোর করে সেতু পার হওয়ার চেষ্টা করেছেন। তারা টোল প্লাজা বন্ধ করে দিয়ে অন্যান্য গাড়ির যাতায়াতও বন্ধ করে দিয়েছেন। তবে পুলিশের তৎপরতায় তাদের সরিয়ে দেয়া হয়েছে।এই মুহূর্তে টোল প্লাজা পার হয়ে গাড়ি চলাচল করছে। সেতুর ওপর যান চলাচলও স্বাভাবিক। তাদের জন্য মাওয়া ঘাটে ফেরির ব্যবস্থাও করা হয়েছে। মূলত তাদের জন্য বিশেষ বিবেচনায় ফেরি চালু করার সিদ্ধান্ত নিয়েছেন চালকরা।

সেতুতে বিক্ষোভরত বাইকাররা বলছেন, না জেনে বাইক নিয়ে এ রাস্তায় এসে আটকে পড়েছেন তারা। এদিকে ফেরিও বন্ধ ছিল। ফলে কোনোভাবেই ওপারে যেতে পারছিলেন না তারা। তাদের দাবি, কোনো বাইকার অনিয়ম করলে তাকে শাস্তি দেয়া যেতে পারে, তবে মোটরসাইকেল চালানো বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত অযৌক্তিক।

প্রসঙ্গত, গতকাল মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী মারা যাওয়ার ঘটনায় সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ ঘোষণা করেছে সেতু কর্তৃপক্ষ। পরবর্তী কোনো ঘোষণা দেয়ার আগ পর্যন্ত সেতুতে চলতে দেয়া হবে না কোনো মোটরসাইকেল, পার হতে দেয়া হবে না হেঁটেও।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply