সুপ্রিম কোর্টের ১২ বিচারপতি করোনা আক্রান্ত

|

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতি করোনায় আক্রান্ত হয়েছেন। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন।

সোমবার (২৭ জুন) আপিল বিভাগে বিচারকাজ পরিচালনার সময় প্রধান বিচারপতি এ তথ্য জানান। বলেন, ১২ জন বিচারপতি করোনায় আক্রান্ত হওয়ায় আদালত পরিচালনা কষ্টকর হয়ে যাচ্ছে।

এ সময় আদালত পরিচালনার ক্ষেত্রে সব আইনজীবীদের সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি খারাপ হলে তো মনে হয় আবার ভার্চুয়াল আদালত পরিচালনা করতে হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply