ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তান। অনেক স্থানে এখনও পর্যাপ্ত পরিমাণে সহায়তা পৌঁছায়নি। তবে এখনও দেশটিতে অনুভুত হচ্ছে আফটারশক বা অনুকম্প। যেকোনো মুহূর্তে আবারও ঘটতে পারে বড় ধরণের বিপর্যয়। খবর বিবিসির।
স্থানীয়রা বলছেন, ফের ভূমিকম্পের আতঙ্কে রাত কাটাতে হচ্ছে তাদের। এর ওপর যোগ হয়েছে তীব্র খাদ্য সঙ্কট। একজন ভুক্তভোগী বলেন, প্রতিদিনই বেশ কয়েকবার করে কম্পন অনুভব করছি। গত রাত ১১টার সময় কেঁপে ওঠে গোটা বাড়ি। ঘুমতে পর্যন্ত পারছি না। মনে হচ্ছে যেকোন সময় সব ভেঙে পড়বে।
আরেকজন আফগানিস্তান নাগরিক জানান, কীভাবে জীবনযাপন করছি সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না। আমাদের এখানে এখন পর্যন্ত কেউই ত্রাণ নিয়ে আসেনি। সবচেয়ে অবহেলিত মনে হয় আমরাই। স্কুল, মাদরাসা, হাসপাতাল কিছুই নেই।
প্রসঙ্গত, গত বুধবার (২২ জুন) রিখটার স্কেলে ৬.১ মাত্রার ভয়াবগ ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান। এতে মারা যান প্রায় ১ হাজার মানুষ, আহত হন ২ হাজার এবং বসতবাড়িসহ প্রায় ১০ হাজার স্থাপনা ধ্বংস হয়ে যায়। ক্ষতিগ্রস্ত অঞ্চলে এখনও তেমন কোনো সহায়তা পৌঁছায়নি। ফলে খাদ্য সঙ্কটে ভুগছেন ভুক্তভোগীরা। এরই মধ্যে ভূমিকম্পের আফটারশকে আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা।
এসজেড/
Leave a reply