যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে গুলি করে হত্যা

|

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের কুইন্সে ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের সময় তিনি একটি পার্কের বাইরে বন্ধুর কাছ থেকে ধার করা গাড়ির ভেতর বসে ছিলেন বলে জানান যায়। নিহতের নাম সতনাম সিং (৩১)।

দ্য নিউইয়র্ক ডেইলি নিউজের একটি প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৫ জুন) বিকেল ৩ঃ৪৫ মিনিটের দিকে সতনাম কুইন্সের দক্ষিণ ওজোন পার্কের বাইরে পার্ক করা একটি কালো জিপের ভেতর বসে ছিলেন তিনি। এসময় একজন বন্দুকধারী কাছে এসে তাকে এলোপাতাড়ি গুলি করতে শুরু করে।

পুলিশ জানায়, নিহত সতনাম ঘটনাস্থলের কাছেই থাকতেন। তাকে বুকে এবং ঘাড়ে গুলি করা হয়েছে। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান সতনাম সিং।

পুলিশ আরও জানায়, প্রাথমিকভাবে জানা গেছে, সাতনাম গাড়িটি কোনো বন্ধুর থেকে ধার নিয়েছিলেন এবং কাউকে গাড়িতে নেয়ার জন্য অপেক্ষা করছিলেন।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, গোয়েন্দা পুলিশ ইতোমধ্যেই হত্যাকারীকে শনাক্ত করতে কাজ শুরু করেছে এবং হত্যাকারী গাড়ির প্রকৃত মালিককে হত্যা করতে চেয়েছিল নাকি নিহত ব্যক্তিকে উদ্দেশ্যমূলকভাবে হত্যা করা হয়েছে তা জানার চেষ্টা করছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply