বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, একে একে তিন সন্তানকে বাঁচিয়ে পুড়ে মারা গেলেন বাবা

|

ছবি: সংগৃহীত

বাড়িতে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পর তিন সন্তানসহ আটকে পড়েন বাবা রাজীব ঠাকুর। আগুনের মধ্য থেকে তিন সন্তানকে বাঁচিয়ে অবশেষে পুড়ে মারা গেলেন তিনি। এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ের পানভেল এলাকায়। খবর সংবাদ প্রতিদিনের।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম রাজীব ঠাকুর। তার দোতলা বাড়িতে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনার সময়ে রাজীবের স্ত্রী বাড়িতে ছিলেন না। তিন সন্তানকে নিয়ে বাড়িতে আটকে পড়েন রাজীব। তখনই চেষ্টা শুরু করেন, কীভাবে বাঁচানো যায় তিন সন্তানকে। আগুনের হলকার মধ্য দিয়েই একে একে বের করে আনেন তিন সন্তানকে। তবে তিন সন্তানকে বাঁচানোর পরে আবার বাড়িতে ঢুকেছিলেন রাজীব। ল্যাপটপ এবং অন্যান্য জরুরি কাগজপত্র উদ্ধার করার জন্য আগুনে জ্বলতে থাকা বাড়ির ভিতরে গিয়েছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হয়নি রাজীবের।

পুলিশ আরও জানায়, নিরাপদেই তিন সন্তানকে বের করে এনেছিলেন রাজীব। তারপর দোতলার ঘরে গিয়েছিলেন তিনি। সেখানেই তার প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। আগুনের তীব্রতায় আটকে পড়েন রাজীব। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তার।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply