মাদকবিরোধী অভিযানে কক্সবাজার ও ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ আরও দুই জন নিহত হয়েছে।
পুলিশের দাবি, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে মহেশখালীতে ইয়াবা ব্যবসায়ীদের দু’পক্ষের ‘বন্দুকযুদ্ধে’ মোস্তাক আহমদ নামের এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়। ঘটনাস্থল থেকে এক হাজার ইয়াবা এবং ৩টি বন্দুক উদ্ধারের দাবিও করে পুলিশ।
মোস্তাকের বিরুদ্ধে অস্ত্র এবং মাদক আইনে একাধিক মামলা রয়েছে বলে জানান মহেশখালী থানার ওসি।
এছাড়া ঘটনাস্থল এক হাজার পিস ইয়াবা এবং ৩ টি বন্দুক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ।
তিনি জানান, ইয়াবা ব্যবসায়ীদের মধ্যে বন্দুক যুদ্ধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। ওই সময় অন্যান্যরা পালিয়ে গেলেও এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহটি একই এলাকার আনোয়ার হোসেনের পুত্র মোস্তাকের বলে শনাক্ত করা হয়। মোস্তাকের বিরুদ্ধে অস্ত্র এবং মাদক আইনে একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।
এর আগে বৃহস্পতিবার সকালে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে হাসান নামের আরও এক জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ওটাও অভ্যন্তরিন বিরোধের জের ধরে খুন বলে দাবি করেছে পুলিশ।
অন্যদিকে মাদকবিরোধী অভিযান চালানোর সময় ঝিনাইদহের কালীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছে বলে জানায় পুলিশ।
পুলিশ আরও জানায়, অভিযান চালানোর সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে মাদক ব্যবসায়ীরা। পাল্টা জবাব দিলে নিহত হয় একজন।
তবে, এখনও তার পরিচয় জানা যায়নি। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহতের দাবিও করা হয়েছে।
Leave a reply