বৃষ্টিতে চতুর্থ দিনের প্রথম সেশনে মাঠে গড়ায়নি বল

|

ছবি: সংগৃহীত

বৃষ্টিতে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সেন্ট লুসিয়া টেস্টের চতুর্থ দিনের ১ম সেশন ভেসে গেছে বৃষ্টিতে। মাঠে গড়ায়নি একটি বলও। স্থানীয় সময় ২৭ জুন সকাল থেকেই ছিল বৃষ্টি। এক সময় তা থেমে গেলেও মাঠ ভেজা থাকার কারণে নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি খেলা।

এর আগে, নিজেদের দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ৬ উইকেটে ১৩২ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করে সাকিব বাহিনী। নুরুল হাসান সোহান ১৬ নিয়ে নামবেন ব্যাট করতে। ক্রিজে থাকা ওপর ব্যাটার মেহেদী মিরাজ এখনও আছেন রানের খাতা খোলার অপেক্ষায়।

ইনিংস হার এড়াতে আরও ৪২ রান করতে হবে টাইগারদের। ব্যাটিং ব্যর্থটায় ক্রমশ মলিন হয়ে যাচ্ছে সেন্ট লুসিয়া টেস্টে ঘুরে দাঁড়ানোর আশা। সব মিলিয়ে হোয়াইটওয়াশ হওয়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ। এর আগে, পেসার খালেদের ৫ উইকেট শিকারে নিজেদের প্রথম ইনিংসে ৪০৮ রানে অলআউট হয় উইন্ডিজ। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে করেছিল ২৩৪ রান।

আরও পড়ুন: বেয়ারস্টো-ঝড়ে হেডিংলিতে অনিশ্চয়তা উড়িয়ে ইংল্যান্ডের জয়

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply