আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ১৫৫ শিশু

|

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের শক্তিশালী ভূমিকম্পে প্রাণ হারানোদের তালিকায় রয়েছে ১৫৫ শিশু। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সমন্বয়কারী কার্যালয় ইউএনওসিএইচএ এই তথ্য প্রকাশ করে।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত পাকতিকা প্রদেশের গায়ান জেলাতেই মৃত্যুবরণ করেছে ৬৫ শিশু। জাতিসংঘের রিপোর্ট অনুসারে, আড়াই শতাধিক শিশু গুরুতর আহত হয়েছে।

দুর্গত এলাকায় বিশেষ ক্যাম্প তৈরির ঘোষণা দিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক কমিশন ইউনিসেফ। ১০০ জন স্বেচ্ছাসেবী খেয়াল রাখবেন শিশুদের প্রতি।

বুধবার (২২ জুন) আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৬ দশমিক এক মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে ১০ হাজারের ওপর ঘরবাড়ি-স্থাপনা। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১১শ’ ৫০ জনে। আহত ১৬শ’র বেশি। জরুরি ভিত্তিতে সহযোগিতার জন্য এক কোটি ডলার তহবিল বরাদ্দ করেছে জাতিসংঘ।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply