নির্ধারিত সময়েই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজ শেষ হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান।
মঙ্গলবার (২৮ জুন) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের বার্ষিক চুক্তি সম্পাদন অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে মেগা এই প্রকল্পের কাজে বাধা তৈরি হয়েছে কিনা এ নিয়ে মন্তব্য করতে চাননি তিনি। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, পদ্মা সেতু চালুর মাধ্যমে সরকার তার সক্ষমতা দেখিয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সরকারের অগ্রাধিকার প্রকল্প। সবার সহযোগিতায় এই প্রকল্প সঠিক পথেই এগিয়ে চলছে।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, কাজ চলছে ভালোভাবেই। কোনোরকম অসুবিধা হচ্ছে না। তাই এটা নিয়ে প্রশ্ন তোলারও দরকার নেই। দেশের মানুষের সাথে নিজেরাও যুক্ত হওয়ার চূড়ান্ত ফলই হচ্ছে পদ্মা সেতু।
আরও পড়ুন: পদ্মা সেতুতে মোটরসাইকেল বন্ধ কোনো স্থায়ী সিদ্ধান্ত নয়: নৌ পরিবহন প্রতিমন্ত্রী
/এম ই
Leave a reply