Site icon Jamuna Television

কলম্বিয়ায় জেল থেকে পালানোর সময় ৪৯ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জেল থেকে পালানোর চেষ্টাকালে ৪৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েক ডজন আহত হয়েছেন।

ন্যাশনাল পেনিটেনশিয়ারি অ্যান্ড প্রিজন ইনস্টিটিউটের একজন মুখপাত্র বলেছেন, এখন পর্যন্ত ৪৯ জন মারা গেছেন। তবে এই সংখ্যা পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন তিনি।

টিআরটি ওয়ার্ল্ড’র এক প্রতিবেদনে বলা হয়, আগুন লাগার পর পালানোর চেষ্টার সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে। বিদায়ী প্রেসিডেন্ট ইভান ডুক একটি টুইট বার্তায় নিহতদের স্বজনদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। তবে কতজনের মৃত্যু হয়েছে তা জানাননি তিনি।

/এনএএস

Exit mobile version