নাজিবের বাসভবন থেকে ৩ কোটি মার্কিন ডলার উদ্ধার

|

মালয়েশিয়ার পুলিশ শুক্রবার বলেছে, দুর্নীতির অভিযোগ তদন্তে তারা দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিলাসবহুল বাসভবনে তল্লাশি চালিয়ে নগদ তিন কোটি মার্কিন ডলার উদ্ধার করেছে।

গত সপ্তাহে নাজিবের বাড়ি এবং অন্যান্য সাইটের পাশাপাশি কুয়ালালামপুরে অ্যাপার্টমেন্ট থেকে ঘড়ি ও অলঙ্কারের সঙ্গে ওই নগদ অর্থ উদ্ধার করা হয়।

গত ৯ মে নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের জোটের কাছে পরাজিত হয়ে নাজিব রাজাকের জোট ক্ষমতা হারায়।

পুলিশ কর্মকর্তা অমর সিং সংবাদ সম্মেলনে বলেন, উদ্ধার করা অর্থের মধ্যে ২৬ ধরনের মুদ্রা রয়েছে। গতকাল পর্যন্ত এই অর্থের পরিমাণ ১১ কোটি ৪০ লাখ রিঙ্গিত (২৮.৬ মিলিয়ন ডলার)।

এক বিবৃতিতে মালয়েশিয়ার পুলিশ কমিশনার বলেন, কুয়ালালামপুরে নাজিবের একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালানোর সময় মোট ৭২ ব্যাগ উদ্ধার করা হয়। এরমধ্যে ৩৫টি ব্যাগে এসব ডলার পাওয়া যায়। বাকি ৩৭টি কি পরিমাণ স্বর্ণমুদ্রা এবং বার রয়েছে তা এখনও পরমাপ করা যায়নি।

এরআগে বৃহস্পতিবার নাজিব রাজাককে জিজ্ঞাসাবাদ করে দেশটির দুর্নীতি দমন কমিশন। রাষ্ট্রীয় তহবিল থেকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে ১ কোটি ৬ লাখ ডলার অনুদান কিভাবে গেল তা জানতেই নাজিবকে ফের জিজ্ঞাসাবাদ করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply