Site icon Jamuna Television

সুনামগঞ্জে নদ-নদীর পানি আবারও বাড়ছে

টানা বর্ষণ আর উজানের ঢলে সুনামগঞ্জে নদ-নদীর পানি আবারও বাড়ছে। তৃতীয় দফায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।

জেলার ১২ উপজেলাতেই বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এরই মধ্যে শহরের নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। অথচ ক’দিন আগেই এসব এলাকা থেকে পানি নেমে গিয়েছিল। সুরমা নদীতে পানির স্তর বাড়তে থাকায় নতুন করে বন্যার আশঙ্কায় কয়েক লাখ মানুষ।

সিলেটের জকিগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও ওসমানীনগরে বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি নেই। কুশিয়ারা নদীর পানি ধীরে নামছে। বিশুদ্ধ পানি ও খাবার সংকটে পড়েছেন বানভাসিরা। এখনও আশ্রয়কেন্দ্র থেকে ফিরতে পারেনি অন্তত ২৫ হাজার মানুষ। তবে সদরসহ ৭ উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।
আরও পড়ুন: নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিতের মামলার আসামি খুলনা থেকে গ্রেফতার
ইউএইচ/

Exit mobile version