দাপুটে জয় পেয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ। তবে হেরেছেন দুই ব্রিটিশ তারকা। পুরুষ এক থেকে সাবেক চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে আর নারী এককের দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়েছেন রাদুকানু।
উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার থানাসি কোকিনাকিসের বিপক্ষে অল ইংল্যান্ড ক্লাব কোর্টে মাঠে নামেন নোভাক জকোভিচ। ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখান এই সার্বিয়ান। প্রথম সেটে ৬-১ গেমের একপেশে জয় তুলে নেন এই চ্যাম্পিয়ন।
দ্বিতীয় সেটে কিছুটা লড়াই করলেও জকোভিচের অভিজ্ঞতার কাছে ৬-৪ গেমে হেরে যান থানাসি। তৃতীয় সেটে আবারও দাপুটে হয় জকো। এবার ৬-২ গেমের সহজ জয় তুলে তৃতীয় রাউন্ডে জায়গা করে নেন তিনি।
আরও পড়ুন: কোহলিকে ছাপিয়ে টি-টোয়েন্টিতে বাবর আজমের নতুন কীর্তি
ইউএইচ/
Leave a reply