পদ্মা সেতু উদ্বোধনের রাতে বাইক দুর্ঘটনার নতুন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্লো মোশনের ভিডিওটিতে দেখা যায়, দুর্ঘটনার শিকার বাইকটি ছাড়াও আরেকটি মোটরসাইকেলের গতি বেশি ছিল। আর সেতুর এক পাশে একটি গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়েছিল। গাড়ির আরোহীরা সেতুর মাঝে দাঁড়িয়েই ছবি তুলছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে, সেতুতে যারা ছবি তুলছিলেন তাদের বাঁচাতে গিয়েই দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান মোটরসাইকেল চালক ও অপর আরোহী।
উল্লেখ্য, রোববার (২৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবক নিহত হয়। সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মো. আলমগীর হোসেন (২২) ও মো. ফজলু (২১)।
এই দুর্ঘটনার জের ধরেই সেতু বিভাগ রোববার (২৬ জুন) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, সোমবার (২৭ জুন) ভোর ৬টা থেকে পদ্মা সেতুতে অনির্দিষ্টকালের জন্য মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
ইউএইচ/
Leave a reply