স্টাফ করেসপনডেন্ট, গোপালগঞ্জ:
গোপালগঞ্জে চাঞ্চল্যকর ক্ষমা বিশ্বাস হত্যা মামলায় অজিত বাকচী নামের একজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেনে আমলী আদালত। সেই সাথে তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মো. আব্বাস উদ্দীন বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পলাতক রয়েছে। মামলার অপর আসামিকে খালাস দেয়া হয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খোর্দ্দ দূর্বাশুর গ্রামের রমেশ বাকচীর ছেলে দণ্ডপ্রাপ্ত আসামি অজিত বাকচী নিহত ক্ষমা বিশ্বাসের মেয়ে তপু বিশ্বাসকে বিয়ে করার জন্য ঘটনার এক বছর আগে প্রস্তাব দেয়।প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় ওই পরিবারকে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছিল আসামিরা।
গেল ২০১৩ সালের ১৩ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে পূজার অনুষ্ঠান দেখে বাড়ি ফিরছিলেন ক্ষমা বিশ্বাস, মেয়ে তপু বিশ্বাস, ছেলে অপু বিশ্বাস ও বোন স্বপ্না। পথিমধ্যে তপুকে জোর করে ছিনিয়ে নিতে গেলে মা ক্ষমা বিশ্বাস বাধা দিলে ধারালো ছুরি দিয়ে অজিত বাকচী তার বুকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এসময় ছেলে অপু বিশ্বাসকেও আহত করে সে।
এ ঘটনায় পরের দিন মুকসুদপুর থানায় দুই জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ বিচারক উপরোক্ত রায় দেন। সরকার পক্ষে এপিপি শহিদুজ্জামান খান এবং আসামি পক্ষে ফজলুল হক খান মামলাটি পরিচালনা করেন।
এটিএম/
Leave a reply