ইউক্রেনকে আরও ১ বিলিয়ন সামরিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে ব্রিটেন। নতুন সামরিক সহায়তার মধ্যে রয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন। বুধবার (২৯ জুন) ব্রিটিশ সরকার এক বিবৃতিতে এ ঘোষণা দেয়। খবর এএফপির।
বিবৃতিতে ব্রিটিশ সরকার জানায়, গেল ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করা পর এ পর্যন্ত ব্রিটেন মোট ২ বিলিয়নের বেশি সামরিক সহায়তা দিল ইউক্রেনকে।
বিবৃতি থেকে আরও জানা যায়, নতুন সামরিক সহায়তা প্যাকেজের মধ্যে রয়েছে, অত্যাধুনিক বিমান-প্রতিরক্ষা ব্যবস্থা, ক্রুবিহীন আকাশযান, নতুন ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম এবং ইউক্রেনীয় সৈন্যদের জন্য হাজার হাজার গুরুত্বপূর্ণ কিট।
এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে চরম বর্বরোচিত বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, পুতিন এ আগ্রাসনের মাধ্যমে যা অর্জন করতে চেয়েছিলেন তাতে তিনি ব্যর্থ হয়েছেন এবং তার উদ্দেশ্যে সবার সামনে উন্মোচিত হয়েছে।
এটিএম/
Leave a reply