অভিযোগ নিয়ে ড. মুহাম্মদ ইউনূসের ব্যখ্যা শাক দিয়ে মাছ ঢাকার মতো, বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, মিথ্যা তথ্য দিয়ে ইউনূস সেন্টার সত্যের অপলাপ করেছে।
বৃহস্পতিবার (৩০ জুন) সচিবালয়ে সাম্প্রতিক বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, পদ্মা সেতু চালু হওয়ায় এখন অনেক বিরোধীতাকারীই সুর পাল্টেছে। সেই লজ্জা ঢাকার জন্য ড. ইউনূস এখন অভিনন্দনও জানাচ্ছে। তিনি বয়স সীমা পেরোনোর পরও এমডি পদে থাকার চেষ্টা করেছেন। আদালতে মামলা হেরে যাওয়ায় প্রতিহিংসাপরায়ণ হয়ে হিলারি ক্লিনটনের মাধ্যমে ঋণ বাতিল করিয়েছেন। কারণ, বাংলাদেশের রেপুটেশন ভাল বিশ্বব্যাংকে। তখনকার বিশ্বব্যাংক প্রধান রবার্ট জোয়েলিকের চাকরি জীবনের শেষ দিন তাকে চাপ দিয়ে ঋণ বাতিল করা হয়েছিল। রবীন্দ্রনাথ নোবেল পুরস্কারের টাকায় ক্ষুদ্র ঋণ চালু করেছিলেন, আর ড. ইউনূস নোবেলের টাকায় জনসেবা না করে সরকারি সুবিধা নিয়ে সেই টাকার কর মওকুফ করিয়েছেন বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
/এসএইচ
Leave a reply