উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সাথে সিঙ্গাপুরে, পূর্বনির্ধারিত তারিখ ১২ জুনেই বৈঠকে বসতে সর্বোচ্চ চেষ্টা চলছে। এ কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার টুইট বার্তায় ট্রাম্প বলেন, সফল আলোচনা নিশ্চিতে যোগাযোগ অব্যাহত রেখেছে ওয়াশিংটন-পিয়ংইয়ং। দু’পক্ষ সম্মত হলে আগের সময়সূচিতেই বৈঠকটি অনুষ্ঠিত হবে। তবে প্রয়োজনে তারিখ পিছিয়ে যেতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে, বৃহস্পতিবার বৈঠকটি বাতিলের ঘোষণা দিলেও ২৪ ঘণ্টা না যেতেই মত পাল্টান মার্কিন প্রেসিডেন্ট।
শুক্রবার এক বিবৃতিতে জানান, ১২ জুন সিঙ্গাপুর বৈঠকের সম্ভাবনার কথা।
Leave a reply