পিএসজির কোচের পদ ছাড়তে সম্মতি দিলেন পচেত্তিনো

|

ছবি: সংগৃহীত

অবশেষে ফরাসি জায়ান্ট পিএসজির কোচের পদ ছাড়তে সম্মত হয়েছেন মরিসিও পচেত্তিনো। ১০০ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ নিয়েই দায়িত্ব ছাড়ছেন এই আর্জেন্টাইন কোচ। খবরটি প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।

এছাড়াও, দ্য অ্যাথলেটিক জানিয়েছে, পরষ্পরের সম্মতিতেই পিএসজিতে নিজ অধ্যায়ের সমাপ্তি টানার ব্যাপারে সম্মত হয়েছেন পচেত্তিনো। খুব শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা। প্রতিবেদনটিতে বলা হয়, গত সপ্তাহেই ক্লাবের কর্তাব্যক্তিদের সাথে বৈঠক সেরেছেন পচেত্তিনো। এখনও পচেত্তিনোর উত্তরসূরী কে হবেন তা ঠিক না হলেও নিসের কোচ ক্রিস্তফে গলতিয়েরের নাম শোনা যাচ্ছে। ক্যু দ্য ফ্রান্স আসরের শেষ ষোল থেকে নিসের কাছে হেরেই বিদায় নিয়েছিল পচেত্তিনোর পিএসজি।

গত বছরের জানুয়ারিতে পিএসজি’র দায়িত্ব নেন তিনি। ২০২১-২২ মৌসুমে তাঁর অধীনে ঘরোয়া শিরোপা জেতে ক্লাবটি। তবে চ্যাম্পিয়ন্স লিগে টানা দুই মৌসুমে ব্যর্থতার কারণে চাকরি হারাতে হচ্ছে তাকে। নতুন কোচ হিসেবে জিদানের নাম ভেসে বেড়ালেও ক্রিস্টোফে গলতিয়েরের বিষয়ে আগ্রহী পিএসজি।

আরও পড়ুন: তোয়ালে আর বিছানার চাদরেই ১৪ হাজার ইউরো খরচ রোনালদোর!

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply