চুক্তির মেয়াদ ৫ বছর বাড়লো নেইমারের, অখুশি ক্লাব প্রেসিডেন্ট

|

ছবি: সংগৃহীত

অটোমেটিক ক্লজের বিষয়টি থাকায় পিএসজিতে চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত বেড়ে গেছে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের। ফলে দলবদলের সম্ভাবনা অনেকাংশে কমে গেছে এই তারকার। খবরটি জানিয়েছে ফুটবল এস্পানা।

দেড় বছর আগে পিএসজির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছিলেন ৩০ বছর বয়সী এই ফুটবলার। শর্ত ছিল, ২০২২ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ পূর্ণ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে আরও দু’বছরের মেয়াদ বাড়বে নেইমারের। এই শর্ত কার্যকর হয়েছে গত ১ জুলাই থেকে।

এদিকে জানা গেছে, শর্তটি কার্যকর করায় খুশি নন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। কারণ, পিএসজি প্রেসিডেন্ট হয়তো নেইমারের ওপর খুব বেশি সন্তুষ্ট নন। কয়েকদিন আগেই নেইমারের দলবদলের ব্যাপারে নাসের আল খেলাইফি বলেন, আমি কেবল বলতে পারি, খেলোয়াড়দের আরও অনেক বেশি চেষ্টা করতে হবে। অনুশীলনে দিতে হবে ২০০ পার্সেন্ট। মনোভাব পাল্টাতে হবে। ইনজুরি, ফাউল এসবকে এড়ানোর জন্যও চেষ্টা করতে হবে। গত মৌসুমের চেয়ে অনেক বেশি পরিশ্রম করাটা এখন খুবই জরুরি।

আরও পড়ুন: অ্যানফিল্ডেই থাকছেন সালাহ

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply