বৃষ্টির হানায় যথা সময়ে শুরু হতে পারেনি বাংলাদেশ-ওয়েস্ট উন্ডিজ ম্যাচ। অবশেষে রাত ১ টা ১০ মিনিটের দিকে মাঠে গড়ায় খেলা।
টসে হরে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় উইন্ডিজরা। পিচ পরিদর্শনের সময়ই জানা যাচ্ছিল, দীর্ঘক্ষণ কাভারে ঢেকে থাকার কারণে উইকেটে থাকবে খানিকটা আর্দ্রতা। আছে ঘাসের উপস্থিতিও, সে কারণে উইকেটে থাকতে পারে অসমান বাউন্সও। উইন্ডিজ সে ফায়দাটাই তুলতে চাইছে।
টসের সময় বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন, টস জিতলে বোলিং বেছে নিতেন তিনি। বললেন, ‘আমরাও আগে বল করতে চাইতাম। ওয়েস্ট ইন্ডিজ একটি ভালো টি-টোয়েন্টি দল এবং আমাদের ভালো খেলা উচিত। এটা একটা নতুন উইকেট। পরিস্থিতিটা দ্রুতই মূল্যায়ন করতে হবে আমাদের।’
বাংলাদেশ বনাম উইন্ডিজের মধ্যকার ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১১.৩০টায় শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি। কমেছে খেলার দৈর্ঘ্য। দুই দল খেলার সুযোগ পাবে ১৬ ওভার করে।
/এমএন
Leave a reply