রাজধানীর পান্থপথে রাস্তার কাজের জন্য খোঁড়াখুড়ির সময় গ্যাস লাইন লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত সোয়া ১২টা নাগাদ ট্রিপল নাইনে কল করে স্থানীয় একজন আগুনের খবর জানান। ছুটে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
গিয়ে দেখা যায়, সুয়ারেজের লাইন খোঁড়ার সময় লিকেজ হয়ে যায় আশপাশে থাকা তিতাস গ্যাসের কোনো একটি লাইন। সেখান থেকেই আগুনের সূত্রপাত। স্থানীয়দের অভিযোগ, এর আগেও বৃষ্টির সময় গ্যাস লাইনের লিকেজ থেকে বুদবুদ করে গ্যাস নির্গত হতে দেখেন অনেকেই। স্থানীয় প্রশাসনকে জানালেও কোনো সুরাহা করা হয়নি।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান জানান, ২০ মিনিটের চেষ্টায় ফায়ারের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে লিকেজ হওয়া লাইনটি খুঁজে পাওয়া না গেলে পরে ঝুঁকি থেকে যাবে। সকাল পর্যন্ত লিকেজ হওয়া লাইনটির খোঁজ পায়নি তিতাস।
/এডব্লিউ
Leave a reply