ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি শপিংমলে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এতে বহু হতাহতের আশঙ্কা করছে দেশটির পুলিশ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
রোববার (৩ জুলাই) কোপেনহেগেনের ভিসিনিটি অব ফিল্ড’স শপিং সেন্টারে এ হামলা চালানো হয়েছে। ডেনমার্কের পুলিশ জানায়, শপিং মলে এলোপাথাড়ি গুলি চালনার ঘটনায় এক ডেনিশ নাগরিককে (২২) গ্রেফতার করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, মানুষ শপিং মলের অভ্যন্তরে ছোটাছুটি করছে আর ভারি অস্ত্র নিয়ে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
কোপেনহেগেনের মেয়র সোপি অ্যান্ডারসন টুইটারে লিখেছেন, হামলায় কতজন আক্রান্ত হয়েছেন তা এখনও নিশ্চিত হতে পারেননি কর্মকর্তারা। তবে ঘটনাটি ‘খুবই মারাত্মক’ বলে জানিয়েছেন তিনি।
ইউএইচ/
Leave a reply