বৈশ্বিক সংকটের মধ্যেও রেকর্ড রফতানি আয় বাংলাদেশের

|

বৈশ্বিক সংকটের মধ্যেও রেকর্ড রফতানি আয় হয়েছে বাংলাদেশের। সদ্যসমাপ্ত অর্থবছরে বিভিন্ন পণ্য রফতানি করে আয় হয়েছে ৫ হাজার ২০৮ কোটি ডলার। যা দেশীয় মুদ্রায় ৪ লাখ ৮৬ হাজার কোটি টাকা। রফতানি আয়ের এ পরিমাণ আগের অর্থবছরের চেয়ে ৩৪ শতাংশ বেশি। দেশের ইতিহাসে এর আগে কখনোই এত বেশি রফতানি আয় আসেনি।

রফতানি উন্নয়ন ব্যুরো, ইপিবির হালনাগাদ এ তথ্য প্রকাশ করেছে। তৈরি পোশাক খাতে বড় অঙ্কের প্রবৃদ্ধির কারণেই এবার রেকর্ড আয় এসেছে। পাট ও পাটজাত পণ্যে ঋণাত্মক প্রবৃদ্ধি হলেও রফতানি আয় শতকোটি ডলার ছাড়িয়েছে।

এবারই প্রথম, কৃষি, চামড়া ও চামড়াজাত পণ্য, হোম টেক্সটাইলে, পণ্য রফতানি এক সঙ্গে শতকোটি ডলার ছাড়িয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেও গেল জুনে একক মাস হিসেবে রফতানি আয়ে রেকর্ড গড়েছে।

এতদিন একক মাসের হিসাবে সবচেয়ে বেশি রফতানি আয় এসেছিল ২০২১ সালের ডিসেম্বরে। জুনে রফতানি থেকে আয় হয়েছে ৪৯০ কোটি ৮০ লাখ ডলার, যা আগের বছরের জুনের চেয়ে ৩৭ শতাংশ বেশি।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply