রুশ আগ্রাসন ঠেকাতে ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেবে অস্ট্রেলিয়া

|

ছবি: সংগৃহীত

রুশ আগ্রাসন ঠেকাতে ইউক্রেনকে আরও সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়া। ইউক্রেন সফরে এই ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই রোববার (৩ জুলাই) কিয়েভ সফরে যান অ্যান্টনি আলবানিজ। এর আগে বিধ্বস্ত শহর বুচা এবং ইরপিন ভ্রমণ করেন আলবানিজ। ১০০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার মূল্যের এই সহায়তা প্যাকেজটিতে ড্রোন এবং ৩৪টি সাঁজোয়া যান সরবরাহ করা হবে।

কিয়েভের প্রেসিডেন্সিয়াল প্যালেসে সম্মেলনে আলবানিজ জানান, তার দেশ ইউক্রেনকে যুদ্ধে জয় পেতে যতদিন সময় লাগবে ততদিন সমর্থন করবে। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মতো অস্ট্রেলিয়াও ইউক্রেনে তার দূতাবাস পুনরায় খোলার কথা বিবেচনা করছে।

অ্যান্টনি আলবানিজ বলেন, শুরু থেকেই ইউক্রেনকে সামরিক, কূটনৈতিক এবং মানবিক সহায়তা দিয়ে আসছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। আমাদের লক্ষ্য রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের চূড়ান্ত বিজয় অর্জন। তাই আমরা নতুন করে আরও সহায়তা প্যাকেজ ঘোষণা করেছি।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply