সহজেই জনপ্রিয়তা যাচাইয়ের পরীক্ষায় উৎরে গেলেন মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। সোমবার (৪ জুলাই) সকালে বড় ব্যবধানে মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোটে জয় পান তিনি।
জয়ের জন্য তার প্রয়োজন ছিল ১৪৪ ভোট। ম্যাজিক ফিগার পার করে মোট ১৬৪ জন বিধায়কের সমর্থন পেয়েছেন শিন্ডে। অন্যদিকে বিরোধী পক্ষের জোটে মাত্র ৯৯ ভোট। এর আগে রোববার স্পিকার নির্বাচনের সময় বিরোধীরা পেয়েছিল ১০৭ ভোট। এর এক দিন পর ৮টি ভোট কমে গেছে বিরোধীদের। স্পিকার নির্বাচনের পর বিরোধী জোট থেকে একনাথ শিন্ডে শিবিরে যোগ দেন এক বিধায়ক। বাকি সাতজন ভোট দেয়া থেকে বিরত থাকেন। ধারণা করা হচ্ছে তারাও যোগ দেবেন শিবসেনা-বিজেপি জোটে।
এদিকে, শিবসেনার দলীয় পরিষদের শীর্ষ নেতার পদও পেয়েছেন শিন্ডে। ফলে উদ্ধব ঠাকরে এবং তার অনুসারীদের বিরুদ্ধে যেকোনো সময় ব্যবস্থা নিতে পারবেন তিনি।
/এমএন
Leave a reply