আজীবন দেশের মানুষের জন্য কাজ করার প্রত্যয় প্রধানমন্ত্রীর

|

যতোদিন শ্বাস থাকবে, ততোদিনই দেশের মানুষের জন্য কাজ করে যাবেন বলে প্রত্যয় জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকলের সম্মিলিত পদক্ষেপের মাধ্যমেই বিভিন্ন সংকট বাংলাদেশ মোকাবেলা করতে পারছে বলেও জানান তিনি।

সোমবার (৪ জুলাই) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক আলোচনায় এ কথা জানান প্রধানমন্ত্রী। এর আগে সড়ক পথে পদ্মা সেতু পাড়ি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন দুপুরে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতকর্মীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় বলেন, তৃণমূলই আওয়ামী লীগের প্রধান শক্তি। দলের আর্দশ মেনে চলতে নেতাকর্মীদের আহ্বান জানান শেখ হাসিনা।

এর আগে দুপুর পৌনে ১২টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানান শেখ হাসিনা। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে পদ্মা সেতু হয়ে সড়ক পথে পরিবারের সদস্যদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী। সকালে গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে সড়ক পথে রওনা দেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতু উদ্বোধনের পর টুঙ্গিপাড়ায় এটিই তার প্রথম সফর। সঙ্গে ছিলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।

সোমবার সকাল ৮টা ৪৮ মিনিটে মাওয়া টোল প্লাজায় টোল দিয়ে উঠেন পদ্মা সেতুতে। সেতুর মাঝামাঝি গিয়ে সন্তানদের নিয়ে কিছু সময় পার করেন শেখ হাসিনা। সোয়া ৯টার দিকে তিনি জাজিরা প্রান্তে যান এবং সেখানে ফলকের সামনে কিছু সময় দাঁড়ান। এরপর বিশ্রাম নেন জাজিরা প্রান্তের সার্ভিস এরিয়া-২ এ।

সংক্ষিপ্ত সফর শেষে বিকেলে গণভবনে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply