নারী-পুরুষের পারিশ্রমিকে সমতা এনে নজির গড়লো নিউজিল্যান্ড ক্রিকেট

|

ছবি: সংগৃহীত

ক্রিকেট ইতিহাসে দারুণ এক নজির গড়লো নিউজিল্যান্ড ক্রিকেট। নারী ও পুরুষ ক্রিকেটারদের পারিশ্রমিক বণ্টনে সমতা আনলো দেশটির ক্রিকেট বোর্ড। এখন কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্টদের সমান ম্যাচ ফি পাবেন নারী কিউই ক্রিকেটাররা।

নতুন নিয়মের অধীনে কেন্দ্রীয় চুক্তিতে থাকা পুরুষ ও নারী ক্রিকেটাররা পাবেন সমান অংকের ম্যাচ ফি। শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, ঘরোয়া ক্রিকেটেও চালু হবে এই নিয়ম। ৫ বছরের নতুন এই চুক্তি কার্যকর হবে আগামী ১ আগস্ট থেকে। চুক্তি অনুযায়ী, টেস্টে উভয় দলের ম্যাচ ফি হবে ১০ হাজার নিউজিল্যান্ড ডলার। ওয়ানডেতে ৪ হাজার এবং টি-টোয়েন্টিতে আড়াই হাজার ডলার।

ঘরোয়া ক্রিকেটে বড় দৈর্ঘ্যের ক্রিকেটে ম্যাচ ফি ১ হাজার ৭৫০ ডলার, ৫০ ওভারের ম্যাচে ৮০০ ডলার ও টি-টোয়েন্টিতে ৫৭৫ ডলার। পাশাপাশি, বোর্ডের মোট আয়ের ২৯ দশমিক ৭৫ শতাংশ পাবেন দেশটির ক্রিকেটাররা।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply