Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসে হামলা: সন্দেহভাজন আততায়ী পুলিশি হেফাজতে

হাইল্যান্ড পার্কে চালানো হয় বন্দুক হামলা।

যুক্তরাষ্ট্রের শিকাগোয় স্বাধীনতা দিবসের প্যারেডে হামলা চালানো সন্দেহভাজন আততায়ীকে হেফাজতে নিয়েছে পুলিশ। সোমবারের ওই গোলাগুলিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। খবর রয়টার্সের।

আহত বা গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩৬ মার্কিন নাগরিক। প্রাথমিক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ২২ বছর বয়সী শ্বেতাঙ্গ রবার্ট ই ক্রিমো সন্দেহভাজন হামলাকারী। দীর্ঘসময় অভিযান চালানোর পর তাকে আটক করা সম্ভব হয়েছে। পুলিশ তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।

স্থানীয় সময় সোমবার (৪ জুলাই) সকাল ১০টায় শিকাগো রাজ্যের রাজধানী ইলিনয়ে শুরু হয় স্বাধীনতা দিবসের প্যারেড। ১০ মিনিটের ব্যবধানে সেখানে এলোপাতাড়ি গুলি ছুড়ে হামলাকারী। মুহূর্তেই আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্যারেড এলাকা ঘিরে ফেলা হয় নিরাপত্তার চাদরে।

এ ঘটনায় গভীর সমবেদনা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ঘিরে বরাবরই কঠোর থাকে নিরাপত্তা ব্যবস্থা। নিশ্ছিদ্র নজরদারি এড়িয়ে কীভাবে আগ্নেয়াস্ত্র বহন করলো ওই ব্যক্তি, উঠেছে সেই প্রশ্ন।

/এমএন

Exit mobile version