ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত মুম্বাই শহর

|

ভারী বৃষ্টিপাতে ডুবেছে ভারতের মুম্বাই নগরী। সোমবার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতে হাঁটু পানির নিচে মুম্বাই নগরী।

আবহাওয়া অধিদফতরের তথ্য, ২৪ ঘণ্টায় রেকর্ড ১১৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তাতে ডুবে গেছে আন্ধেরী, সিওন এলাকা। হাঁটু পানিতে এলাকাবাসী নেমেছেন দৈনন্দিন কাজে। মহারাষ্ট্রের যোগাযোগের প্রাণ হিসেবে পরিচিত রেল ব্যবস্থায় ভাটা না পড়লেও অনেক বাস পাল্টেছে নিত্যকার রুট। স্থগিত রেখেছে চলাচল।

আবহাওয়াবিদরা বলছেন, আগামী কয়েকদিন অব্যাহত থাকবে এই ভারী বৃষ্টিপাত। এদিকে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত আসামে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৮০ জনে। এখনও ভোগান্তিতে ২২ গ্রামের ১৪ লাখের বেশি বাসিন্দা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply