চলচ্চিত্রে অনুদান প্রক্রিয়ায় অসঙ্গতির প্রতিবাদে মানববন্ধন

|

মানববন্ধনে বক্তব্যরত অতিথীবৃন্দ।

সম্প্রতি রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বরে বাংলাদেশের ৩৩টি চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনের কর্মীরা সমাবেশ করেন। চলচ্চিত্র অনুদান ২০২১-২২ এর সাম্প্রতিক প্রজ্ঞাপন ঘোষণার পরিপ্রেক্ষিতে এবং বিগত কয়েক বছরের ধারাবাহিক অসঙ্গতির প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার (৪ জুলাই) বিকেলে চলচ্চিত্রে অনুদান প্রক্রিয়ায় অসঙ্গতির প্রতিবাদে আয়োজিত চলচ্চিত্রকর্মীদের এ সমাবেশে উপস্থিত ছিলেন মানজারে হাসিন মুরাদ, তানভীর মোকাম্মেল, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, আবু সাইয়ীদ, কাওসার চৌধুরী ও এন রাশেদ চৌধুরীসহ দেশের প্রথিতযশা চলচ্চিত্র নির্মাতা ও সংগঠকরা।

প্রতিবাদী চলচ্চিত্রকর্মী সমাবেশ থেকে জাতীয় চলচ্চিত্র অনুদানের রাষ্ট্রীয় প্রণোদনাটি স্বচ্ছ ও জবাবদিহিতার প্রক্রিয়ায় গতিশীল রাখতে এবং স্বাধীনধারার চলচ্চিত্রকর্মীদের অনুদান প্রাপ্তিতে রাজনৈতিক প্রভাব, প্রশাসনিক তদবির বা অন্যান্য অস্বচ্ছ প্রক্রিয়ার অবসানে ১০ দফা দাবি উত্থাপন করে বিবৃতি প্রদান করা হয়।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply