মেসি-নেইমারদের নতুন কোচ ক্রিস্টোফে গালতিয়ের

|

ছবি: সংগৃহীত

আনুষ্ঠানিকভাবে কোচ হিসেবে ক্রিস্টোফে গালতিয়েরকে নিয়োগ দিলো পিএসজি। মঙ্গলবার (৫ জুলাই) এই ফরাসি কোচের সাথে চুক্তি স্বাক্ষর করেন ক্লাব সভাপতি নাসের আল খেলাইফি।

পিএসজির কোচ হতে পারেন বলে অনেকবারই শোনা গেছে ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের নাম। তবে তা আর কাগজে কলমে বাস্তবতার মুখ দেখেনি। তাই, লিলের সদ্য সাবেক ম্যানেজার ক্রিস্টোফে গালতিয়ের ছিলেন পিএসজির দ্বিতীয় পছন্দ। অপেক্ষা ছিল মরিসিও পচেত্তিনোর বিদায়ের। এই আর্জেন্টাইনের বিদায়ের দুই ঘণ্টা পরই কোচ হিসেবে গালতিয়েরের সাথে চুক্তি পাকা করলো প্যারিসের ক্লাবটি।

ছবি: সংগৃহীত

আপাতত দুই বছরের চুক্তিতে মেসি-নেইমারদের কোচের দায়িত্ব নিয়েছেন গালতিয়ের। ২০০৯ সালে প্রথম হেড কোচ হিসেবে সেত এতিয়েনের দায়িত্ব নেন গালতিয়ের। তার অধীনে ৩২ বছরের শিরোপা খরা কাটিয়ে ২০১৩ সালে ফরাসি লিগ কাপ জেতে দলটি। এরপর ২০১৭ সালে লিলের কোচ হন তিনি। ২০২১ সালে গালতিয়েরের অধীনে পিএসজিকে পেছনে ফেলে লিগ শিরোপা জেতে লিল।

আরও পড়ুন: দলবদলের বাজারমূল্যে সেরা পঞ্চাশে নেই মেসি, রোনালদো নেই দুইশোতেও!

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply